ড. মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে জনসমাগমের চাপে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোরের পুলেরহাটে অবস্থিত আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় ঘটে। আহত ব্যক্তিদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা বজলুর রশিদ।
হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাতে মাহফিলে যোগ দিতে আসা জনতার অতিরিক্ত ভিড়ের কারণে প্রধান ফটকের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সামনের দিকে যাওয়ার চেষ্টার সময় হট্টগোল সৃষ্টি হয় এবং ধাক্কাধাক্কির মধ্যে অনেকে পড়ে গিয়ে পদদলিত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠান।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শী ও স্বেচ্ছাসেবীরা জানান, আহতের সংখ্যা ৩০ জনের বেশি হতে পারে, তবে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো সংখ্যা নিশ্চিত করেনি।
তিনদিনব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন ছিল শুক্রবার, যেখানে ধর্মপ্রাণ মুসল্লিদের বিপুল সমাগম ঘটে। বিশেষ করে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারির আগমনের খবরে মাহফিলস্থলে কয়েক লাখ মানুষের উপস্থিতি দেখা যায়। একই মঞ্চে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহও বক্তব্য দেন।