হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশ থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যর্থ আখ্যা দিয়ে বলেন, এক জুলাই থেকে আরেক জুলাই আসলেও জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি প্রশাসন। বরং বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির কার্যালয় ভাঙচুর করে পুনরায় ছাত্রলীগের সন্ত্রাসীদের ন্যায় ক্যাম্পাসে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে।
এসময় তারা আরো বলেন, ছাত্রলীগের হামলাকারীদের বিচার, ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সমাবর্তনসহ শিক্ষার্থীবান্ধব কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাবিপ্রবি শাখার আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু বিক্ষোভ মিছিলে একাত্মতা প্রকাশ করে বলেন, ” জুলাই আন্দোলনের পরও সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা জানাই। সাংবাদিকরা সমাজের দর্পণ। ৫ই আগষ্টের পর বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকদের উপর হামলার ঘটনা আমরা লক্ষ্য করছি। যা ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। অতি দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। সেই সাথে এক বছর পেরিয়ে গেলেও জুলাই আন্দোলনে হামলাকারীদের শাস্তির আওতায় আনতেও ব্যর্থ হয়েছে এই প্রশাসন। তাদের এই ব্যর্থতাই আজকের হামলায় সাহস যুগিয়েছে।”