নিজস্ব প্রতিনিধি: পরিবেশ সুরক্ষা,সামাজিক ও মানবিক কাজে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নাগেশ্বরী উপজেলার শ্রেষ্ঠ সংগঠন হিসেবে সম্মাননা পেয়েছে বাংলাদেশের অন্যতম ও প্রথম পরিবেশবাদী যুবসংগঠন গ্রীন ভয়েস।
শুক্রবার (৩ জানুয়ারি) রশিদ মণ্ডল যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা,পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নাগেশ্বরী উপজেলা গ্রীন ভয়েসকে শ্রেষ্ঠ সংগঠনের সম্মাননা তুলে দেন উত্তরবঙ্গের স্বনামধন্য নজরুল গীতিকার ও রংপুর বেতারের শিল্পী সুব্রত কুমার ভট্টাচার্য, কবি ও সাহিত্যিক মশিউর রহমান।
শিল্পী সুব্রত কুমার ভট্টাচার্য বলেন,পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ বিভিন্ন সামাজিক কাজে গ্রীন ভয়েস নাগেশ্বরীসহ সারা বাংলাদেশে একটি অনুকরণীয় সংগঠন হিসেবে কাজ করে। তাদের এই কাজ আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে। যারা গ্রীন ভয়েসের সাথে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন তাদের সকলের জন্য আমার শুভ কামনা রইলো।
কবি ও সাহিত্যিক মশিউর রহমান বলেন, গ্রীন ভয়েস এর মাধ্যমে আমাদের যুবারা সৃজনশীল কাজের মাধ্যমে মেধা বিকাশ করে আসছে, তাদের প্রতিভা গুলোকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে ফুটিয়ে তুলছে। যা দেখে আমি অভিভূত হই। আমি মনে করি, এই রকম সামাজিক সংগঠন গুলোর সাথে নিজেকে যুক্ত করার পাশাপাশি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত।
গ্রীন ভয়েস, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন জানান, এই সম্মাননা আমাদের নাগেশ্বরী উপজেলা টিমের জন্য এক বিশাল প্রাপ্তি এবং দায়িত্ব। এই অর্জন শুধু গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলার নয়, এটি আপনাদের সকলের সহযোগিতা, অনুপ্রেরণা ও ভালোবাসার ফল। পরিবেশের সুরক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবিকতার বিকাশে যে ছোট্ট প্রচেষ্টা আমরা চালিয়ে গেছি, তার এমন মূল্যায়ন আমাদের আরও উৎসাহিত করবে। আমরা বিশ্বাস করি, আমাদের সবার সম্মিলিত প্রয়াসেই আগামী দিনে একটি সুন্দর ও সুশৃঙ্খল সবুজ পৃথিবী গড়ে উঠবে।
সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম জানান, যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে এই প্রতিপাদ্যে গ্রীন ভয়েস ২০০৫ সাল থেকেই পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন সামাজিক কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে। এর পাশাপাশি নদী দখল, দূষণকারীদের বিরুদ্ধে সোচ্চার থেকে প্রতিবাদ করে যাচ্ছে। আমাদের এই যাত্রায় আপনাদের সকলের সহযোগিতা আমাদেরকে আরও বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। আমাদের শ্রেষ্ঠ সংগঠন হিসেবে নির্বাচিত করায় আমি উপজেলা গ্রীন ভয়েসের পক্ষ থেকে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আগামী দিনেও আপনারা আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি।
উল্লেখ্য যে, ২০০৫ সাল থেকেই সামাজিক স্বেচ্ছাসেবামূলক কাজের পাশাপাশি গ্রীন ভয়েস দখল, দূষণকারীদের বিরুদ্ধে সোচ্চার থেকে কাজ করে যাচ্ছে। এছাড়া আনোয়ারা উদ্যান, পান্থকুঞ্জ পার্ক, তাজউদ্দীন আহমদ পার্ক ও ওসমানী উদ্যানসহ সকল খেলার মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), আরডিআরসি, পরিজা, গোলাপবাগ মাঠ রক্ষা আন্দোলন, জুরাইন ফুটবল একাডেমি, জাগরণী ক্রীড়াচক্র এবং পরিবেশ বার্তা’র সাথে সক্রিয়ভাবে মাঠ রক্ষার আন্দোলনে কাজ করছে।