বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, আওয়ামী লীগের শাসনামলে গত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। তিনি জানান, প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে।
আজ শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক জাহেদা পারভীন। এছাড়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম আল আব্দুল্লাহ, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, ঠাকুরগাঁও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম গোলাম রব্বানী, যশোর এমএম কলেজের সাবেক অধ্যক্ষ তসলিম উদ্দিন এবং দিনাজপুর কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান প্রজন্ম গত ১৫ বছরে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। তিনি প্রশ্ন রাখেন, “এ কেমন গণতন্ত্র, যেখানে পাঁচ বছরে একবারও ভোটাধিকার প্রয়োগ করা যায় না?”
তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্রের চর্চা না থাকায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিরোধিতা থাকায় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব হয়নি।
তিনি বলেন, “আমরা ১৯৭১ সালে স্বাধীনতার জন্য লড়াই করেছি, এরপর গণতান্ত্রিক আন্দোলন করেছি। কিন্তু আজও জাতীয় ঐক্যের যুদ্ধ শেষ হয়নি। দেশকে গঠন ও পরিচালনার ক্ষেত্রে এখনো ব্যর্থতা রয়ে গেছে।”