“মাদক নয় মৃত্যু নয়, মাদকমুক্ত জীবন চাই” এবং “মাদককে লাল কার্ড” এই স্লোগান সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে শহীদ মিনারের পাদদেশে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব। তিনি বলেন, “শিক্ষার্থীবান্ধব এবং মাদকমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সর্বদা সজাগ।”
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, “যুবশক্তি দেশের প্রধান সম্পদ, আর মাদক এই শক্তিকে ধ্বংস করার হাতিয়ার। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সম্পূর্ণ নির্মূল করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।”
সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান লাল সবুজ উন্নয়ন সংঘকে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ আমাদের কাছে অমূল্য। মাদকমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
পথসভায় সাধারণ শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন এবং মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির জন্য এমন আয়োজনের প্রশংসা করেন।