পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালকের এসডিএস’র কার্যক্রম পরিদর্শন

প্রকাশ:

Share post:

এম আব্দুল মান্নান,শরীয়তপুর।। বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিএস (শরীয়তপুর ডেভলপমেন্ট সোসাইটি) এর বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও সংস্থার কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর উপ-ব্যবস্থাপনা পরিচালক একিউএম গোলাম মাওলা ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে সোমবার (০৩ অক্টোবর) সকালে এসডিএস’র কর্ম এলাকা সদর উপজেলার স্বর্ণপঘোষ, মনোহর বাজার,আংগারিয়া (শাখা) ও দাসার্ত্তা গ্রাম পরিদর্শন করেন পিকেএসএফ উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) একিউএম গোলাম মাওলা। এসময় সাথে ছিলেন সংস্থাটির উপ-মহাব্যবস্থাপক (কার্যক্রম) মোঃ মেছবাহুর রহমান ও সহকারী মহাব্যবস্থাপক জনাব আবুল কালাম আজাদ, এসডিএস এর সাবেক নির্বাহী পরিচালক ও প্রধান উপদেষ্টা মজিবুর রহমান, নির্বাহী পরিচালক রাবেয়া বেগম (চলতি দায়িত্ব), পরিচালক (এমএফ) বিএম কামরুল হাসান, সমন্বয়কারী (কৃষি) মোহাম্মদ সাইফুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক মনির হোসেনসহ এসডিএস প্রকল্প কাযর্ক্রম সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মতাকর্তাবৃন্দ।

পরিদর্শনের শুরুতে আংগারিয়া শাখা অফিস, পরে মনোহর বাজারের দক্ষিণ মধ্যপাড়া গ্রামের সফল ব্যবসায়ী মোঃ আব্দুর রব বেপারী হাজী সাহেব এর দাতের মাজন তৈরির কারখানা পরিদর্শন করেব। এসময় তিনি আব্সদুর রব বেপারীর সফল ব্যবসায়ী হওয়ার গল্প শুনেন। পরে স্বর্ণঘোষ এলাকার সমন্বিত কৃষি খামারি মোঃ শহীদুল্লাহ এর সমন্বিত ছাগল, হাস-মুরগি ও মাছের খামার এবং কৃষি উদ্যোক্তা মোঃ আওলাদ হোসেন এর ফ্রূট ব্যাগিং পদ্ধতির পেয়ারা বাগান ও বরই বাগান পরিদর্শন করেন। অতপর এসইপি প্রকল্পের আওতাধীন দাসার্ত্তা গ্রামের কাসা-পিতলের বাসন প্রস্তুতকারক উদ্যোক্তাদের কারখানা পরিদর্শন ও তাদের সাথে মত বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি উদ্যোক্তাদের কাছ থেকে ঋণ নিয়ে সফল হওয়ার গল্প শুনেন এবং পরবর্তী সময়েও যেকোন প্রয়োজনে ঋণের ব্যবস্থাসহ কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

বিকালে এসডিএস’র সভাকক্ষে ঋণ কার্যক্রমের সাথে যুক্ত কর্মকর্তাসাথে তিনি একটি মতবিনিময় সভা করেন। এসময় ডিমডি একিউএম গোলাম মাওলা বলেন, মানুষ তার প্রয়োজনে ঋণ করেন। আর এটি এক একজন মানুষের কাছে একেক রকম। কারো বেশি ঋণ দরকার আবার কারো কম। তাই যার যেটুকু প্রয়োজন সেটি যদি পুরণ করতে আমরা না পারি তাহলে তারা আপনাদের কাছ থেকে না নিলেও অন্যদের কাছ থেকে সেটি নিবে। এজন্য আপনাদের উচিত হবে সংশ্লিষ্ট উর্ধতন ব্যক্তির সাথে বিষয়টি শেয়ার করে ঐ ব্যক্তির জন্য ঋণের ব্যবস্থা করে দেয়া। আপনাদের এখানকার অনেকেই ঋনের টাকায় ব্যবসা-বানিজ্য ও কৃষি কাজ করে সফল হয়েছেন। যেটি আমাদের জন্য উৎসাহ ও অনুপ্রেরনার।

আরও পড়ুন:  রাজশাহীতে বহ্নিশিখার আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণের সনদ বিতরণ

তিনি আরও বলেন, শুধু ঋণ নয়। ঋণের টাকায় যেন তারা ভালো কিছু করতে পারেন, নিজেরা আত্মস্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন সেজন্য প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিতে হবে।

spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading