আসিফ সরকার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডিবেটিং ফোরাম অফ ইন্টারন্যাশনাল রিলেশনস (DFIR)-এর ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে মিতু মনি (৪৯তম ব্যাচ) এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আরিয়ান কবির (৫১তম ব্যাচ) নেতৃত্ব দেবেন নতুন কমিটিকে।
গত শুক্রবার (৩১ জানুয়ারি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন তাসমিয়া পারসুব, চেয়ারপার্সন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। প্রধান মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর ড. মোহাম্মদ খালিদ কুদ্দুস, এবং সহযোগী মডারেটর হিসেবে থাকছেন সিনজিনা আক্তার।
কমিটিতে গুরুত্বপূর্ণ অন্যান্য পদে রয়েছেন—
সহ-সভাপতি (প্রশাসন): রুকাইয়া জামান তানিয়া (৪৯তম ব্যাচ)
সহ-সভাপতি (বিতর্ক): হুমায়রা আক্তার (৫১তম ব্যাচ)
যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা): প্রতীতি তৌফিক (৫১তম ব্যাচ)
যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি): মুবতাসিম ফুয়াদ অম্লান (৫১তম ব্যাচ)
যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ): মনিরা আক্তার (৫১তম ব্যাচ)
সাংগঠনিক সম্পাদক: আরাফাত রহমান (৫২তম ব্যাচ)
অর্থ সম্পাদক: নাফিসা তাসনিম সূচি (৫২তম ব্যাচ)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: রিয়াজুস সালেহীন পরশ (৫২তম ব্যাচ)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক: মোহাম্মদ আঙ্গুর মিয়া (৫২তম ব্যাচ)
এছাড়া, কমিটিতে তিনজন কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আঁখি আক্তার, মো. সালমান মোল্লাহ, এবং আজিজুল হাকিম জয় (সকলেই ৫২তম ব্যাচের শিক্ষার্থী)।
ডিবেটিং ফোরাম অফ ইন্টারন্যাশনাল রিলেশনস (DFIR) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় বিতর্ক সংগঠন। নতুন নেতৃত্বের অধীনে সংগঠনটি বিতর্কচর্চার প্রসার, বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ, এবং নতুন বিতার্কিক তৈরিতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে।
এটি একটি পূর্ণাঙ্গ কমিটি, যা ২০২৫ সালে ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নেতৃত্বের অধীনে ডিবেটিং ফোরাম অফ ইন্টারন্যাশনাল রিলেশনস আগামীর বিতর্ক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।