মাহফুজ: করোনা পরিস্থিতি মোকাবিলায় কুড়িগ্রাম জেলা পরিষদের সৌজন্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জনসাধারণের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১ জুন সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন তার নিজ বাসভবনে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক) বিতরণ করেন।
বিতরণকালে আহাম্মদ আলী পোদ্দার রতন জানান, করোনা সংক্রমনের ঝুঁকি মোকাবিলায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর প্রয়োজন। জনসাধারণের প্রয়োজন বিবেচনায় কুড়িগ্রাম জেলা পরিষদের সৌজন্যে ফুলবাড়ী উপজেলায় ৫ হাজার মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের বরাদ্দ পেয়েছি। সকাল থেকে আমার এলাকার হাজারেরও বেশি মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি। উপজেলার প্রতিটি ইউনিয়নের মানুষ যাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পায় সেজন্য প্রতিটি ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দকে বাড়িতে ডেকে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করলাম। অতি দ্রুত সময়ের মধ্য প্রতিটি ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে জনসাধারণের মাঝে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে বলেও জানান তিনি।



