জাবিতে শ্রমজীবী মানুষের পাশে লাল সবুজ উন্নয়ন সংঘ

প্রকাশ:

Share post:

আসিফ সরকার, জাবি প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুবিধাবঞ্চিত ও পরিশ্রমজীবী রিকশাচালকদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর জাবি টিম।

সংগঠনের সদস্যরা নিজেদের টিফিনের টাকা সঞ্চয় করে এ মানবিক কার্যক্রম পরিচালনা করেন। বটতলা থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে খাবার বিতরণ করা হয়।

ঢাকা জেলা শাখার সভাপতি ও জাবির সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, “শ্রমিক দিবসে আমরা শ্রমজীবী মানুষকে শ্রদ্ধা জানাতে এ আয়োজন করেছি। এটি শুধু একদিনের খাবার বিতরণ নয়, বরং ক্যাম্পাসের মেহনতী মানুষের পাশে থাকার একটি প্রতিশ্রুতি।” তিনি আরও জানান, সংগঠনটি বিগত ১৪ বছর ধরে শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।

জাবি টিমের সংগঠক ও সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী আরাফাত হোসেন ইমন বলেন, “লাল সবুজ সংগঠনটি শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে ও তাদের অধিকার আদায়ে কাজ করে চলেছে। আমরা ক্যাম্পাসজুড়ে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

এই উদ্যোগে জাবি টিমের সদস্য ইমন, রেদওয়ান, ইবনান, রিফাতসহ আরও অনেকে অংশ নেন।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ দেশের বিভিন্ন জেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ, ঈদের নতুন জামা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বৃক্ষরোপণ, রক্তদান, স্বাস্থ্য সচেতনতা এবং দুর্যোগকালীন সময়ে সমাজ সচেতনতা তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন:  ক্যাম্পাসে মাদক প্রতিরোধে ৪ দফা দাবিতে লাল-সবুজ সংঘের স্মারকলিপি
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading