বশেমুরকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আশরাফ, সম্পাদক মসিউল

প্রকাশ:

Share post:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) শিক্ষক সমিতির ২০২৫ সালের নির্বাচনে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আবু আশরাফ খান সভাপতি এবং কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মসিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আব্বাস উদ্দিন বুধবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন:
– সহ-সভাপতি: কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী এবং কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আহসানুল হক।
– কোষাধ্যক্ষ: অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন।
– যুগ্ম সম্পাদক: কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউদ্দিন কামাল।
– সাংগঠনিক সম্পাদক: কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হান।
– দফতর সম্পাদক: এগ্রো-প্রসেসিং বিভাগের অধ্যাপক ড. মো. এমদাদুল হক।
– প্রচার ও প্রকাশনা সম্পাদক: কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হক।
– ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: ফিশারিজ টেকনোলজি বিভাগের প্রভাষক মো. আপন দুলাল।
– গবেষণা সম্পাদক: কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. শেখ শামীম হাসান।
– সদস্য: মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইউনুছ মিঞা এবং ড. মো. মিজানুর রহমান, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল হক, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম, এবং প্যাথবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম হায়দার।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন, শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন একটি উন্নত বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আরও পড়ুন:  জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সোহেল, সম্পাদক অধ্যাপক আইরিন
spot_img

সংবাদ সারাদেশ

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

ইটভাটায় কাজে গিয়ে নিখোঁজ সন্তানকে ফিরে পরিবারের সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি: গাজীপুরে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয় মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের ১৯...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading