জাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী সহকারী প্রক্টরের পোশাক নিয়ে কটূক্তির অভিযোগ

প্রকাশ:

Share post:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) থার্টি ফার্স্ট নাইটে অপ্রীতিকর ঘটনা এড়াতে দায়িত্ব পালনকালে এক নারী সহকারী প্রক্টরের পোশাক নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি নবীনুর রহমান নবীন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩৯ ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।

প্রক্টরিয়াল বডির একটি সূত্র জানায়, থার্টি ফার্স্ট নাইটে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টরিয়াল টিম বিভিন্ন স্থানে টহল দিচ্ছিল। এ সময় একটি প্রাইভেট কারে থাকা কয়েকজনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে একজন নিজেকে ৫০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। এর মধ্যেই নবীন এসে মেয়েটিকে চলে যেতে বলেন এবং প্রক্টরিয়াল টিমের অনুমতি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সহকারী প্রক্টর তার পরিচয় জানতে চাইলে নবীন উত্তেজিত হয়ে রূঢ় আচরণ করেন এবং তার পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

এ বিষয়ে নবীনুর রহমান নবীন বলেন, “আমি একজন সাবেক শিক্ষার্থী হিসেবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিলাম। আমরা ক্যাম্পাসে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে যাইনি। গাড়ির বৈধ কাগজপত্রও দেখানো হয়েছিল।”

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি অভিযোগ করেন, “দায়িত্ব পালনের সময় আমাকে আক্রমণাত্মকভাবে বাধা দেওয়া হয় এবং আমার পোশাক নিয়ে কটূক্তি করা হয়। গণঅভ্যুত্থানের নতুন বাস্তবতায় এমন হেনস্তা দুঃখজনক।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “এই ঘটনার অভিযোগ লিখিতভাবে দাখিল করা হলে তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রক্টর অফিসের দাবি, অভিযুক্ত গাড়ির চলাচলের অনুমতি অনেক আগেই বাতিল হয়েছে। এ নিয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

আরও পড়ুন:  হাবিপ্রবির ডিজিটাল ওয়েবসাইটে শোভা পাচ্ছে " আলোকচিত্রে বঙ্গবন্ধু
spot_img

সংবাদ সারাদেশ

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading