নিজস্ব প্রতিবেদক: ইমিরেটাস প্রফেসর ড. এম আফজাল হোসেনের আথিতেয়তায় ঐতিহ্যবাহী ঢাকা ক্লাবের রয়েল বেঙ্গল ডাইনিং লাঞ্চের সুসজ্জিত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাউ-৬৮ এর ঈদ পুণর্মিলনী। দীর্ঘদিন পর বন্ধু ও সহপাঠীদের সাথে উপস্থিতিতে আনন্দ মুখর হয়ে উঠে ঢাকা ক্লাব। সকলের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর গল্প আড্ডায় ক্যাম্পাসের দিনগুলোর স্মৃতি চারণ করে।
আড্ডা শেষে মনোমুগ্ধকর পরিবেশে সম্পূর্ণ ভিন্ন আমেজে বাহারি খাবারে আপ্যায়িত হন সকলে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকলের শ্রদ্ধেয় বাকসুর প্রাক্তন ভিপি ইয়াসিন ও আরমা এগ্রিকালচার লি: এর স্বত্তাধীকারী আব্দুর রাজ্জাকসহ ব্যাচের অন্য বন্ধুরা। তিনি বাউ-৬৮ এর সকল সদস্যদের স্বপত্নীদিগকে সাথে নিয়ে তার আরমা এগ্রিকালচার লিমিটেড এর খামারে একটি দিন ঘুরে আসার আমন্ত্রণ জানান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও হোপসের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ এনায়েত উদ্দিন মো: কায়সার খান।
বাউ-৬৮ এর পক্ষে মো: সাইফুল আলম খান চৌধুরী স্বাধীনতা পূর্বকালিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রলীগ প্রতিষ্ঠা, বাকসুর নিরংকুশ বিজয়, দুই দফা আন্দোলন, ১৬২ দিন লাগাতার ক্লাস বর্জন, ৬৯ এর গন জাগরণ, রেলষ্টেষন স্থাপন এবং বাশের লাঠি হাতে মুজিব বাহিনী গড়ে স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত করার কথা উল্লেখ করেন। তিনি বলেন যে, এ কারনেই অন্য যেকোনো ব্যাচ থেকে বাউ-৬৮ একটি ব্যতিক্রমধর্মী এবং এদের মধ্যে বন্ধুদের বন্ধন অনেক গভীর। তিনি আমেরিকা প্রবাসী বেলায়েতের আহবানে আগামী নভেম্বরে শেরাটন হোটেল সোনারগাঁওয়ে স্বস্ত্রীক উপস্থিত থাকার জন্য সকলকে অবগত করেন।
তিনি ছাত্রলীগ থেকে মনোনীত বাকসুর প্রথম ভিপি ইয়াসিন আলীকে প্রধান অতিথি হিসেবে বাউ-৬৮ এ উপস্থিত হওয়ায় সকলের পক্ষে কর্তজ্ঞতা প্রকাশ করেন এবং প্রফেসর ড. আফজাল হোসেনকে একক ভাবে এতো সুন্দর একটি আয়োজনের জন্য বাউ-৬৮ এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
দিনব্যাপি আলাপ আলোচনা, ভাব বিনিময়, ফটোসেশান, স্নাক্স, এপিটাইজার, লাঞ্চ, ডেজার্ট, কথোপকথন ও গল্প আড্ডার মধ্য দিয়ে পুনর্মিলনীর সমাপ্তি হয়।